About Us

About Aparajito

Charukala Art-N-Edu Trust moved six years to seven years this year. The main cause of social degradation is. the lack of consciousness of the people. People have lost their basic humanity, resulting in the decline of civilization. Standing on the edge of that decline, man still reckons with the normal and the abnormal On 2nd October’2015, the Charukala Art-N-Edu Trust had an embryo named”APARAJITO”. Little by little today it completed 7 years. But two years of housearrest could not separate the “APARAJITO” from us. We believe that the “unbeaten” are trying to make themselves invincible not only by the printed letters of the book but also by the dance postures, the rhythm of the song, the expression of the drama; and playing with the soil. God gave everyone a home, gave us a way. We are walking on that path every day, but this path is not smooth at all, there are ups and down every moment. Meanwhile, “APARAJITO” have made themselves independent little by little. The word self-sufficient reminds me of the colour green; green is the colour of renewal, rejuvenation, revival etc. Green means greenery which is in the verge of extinction. At the time when there is a green crisis all around, the_ Charukala Art-N-Edu Trust has come forward with “APARAJITO” or a handful of green in the uninhabited wilderness of civilization. We don’t understand religion, caste, society, customs etc. There is peace, love, selflessness and freedom that we try to imbibe among innocent children. The love for green, to spread green everywhere, let the storm of green rise again. We want to witness the green revolution. In this educational . institution, the journey of green was ·captured in the drawing book and also captured in the core of their heart. We have seen in the “undefeated” that this is a strange cultural current, in fact, the flow of energy, whose existence is endangered if it is blocked. So let the flow be smooth.

Our Achivement

Approval Of CBVT training for the person with Disabilities at Charukala Art-n-Edu Trust (Aparajito)

Our Founder

Founder of Charukala Art-n-Edu Trust.
Programming Detector of Aparajito.
Fellow, Govt. of India. ARTOLOGY practitioner
Founder Member of Charukala Art-n-Edu Trust.
Director of APARAJITO.
Charukala’s initiative under the brand name of Aparijito is a unique initiative to use different forms of creative art for the management of special needs children and adults. Living life with special needs for over a decade and having been brought up with different creative art forms, Sipra Bera and Indrajit Bera’s initiative looked simplistic and extremely innovative that could touch the core of the challenges of special needs. It’s not just that creative art forms helped individuals with special needs to learn new skills, it also enabled them to express their hidden thoughts and deepest pains, thereby reducing the magnitude of their problem behaviours. 

Aparajito is very close to my heart and this is something I believe in. It’s a pleasure to be a part of such an extraordinary initiative.
Dr. AMRITA PANDA

Our Faculty

দেবযানী ঘোষ
টিচার ইন চার্জ
আমি চারুকলা আর্ট & এডুট্রাস্ট পরিচালিত অপরাজিত স্কুলে বিগত তিন বছর ধরে ছাত্র ছাত্রীদের কম্পিউটার শেখাই, আমি খুব আনন্দের সাথে এবং স্বাধীন ভাবে ছাত্রছাত্রীদের কম্পিউটার ক্লাস করাই এবং ছাত্রছাত্রীরাও খুব আনন্দের সাথে ক্লাস করে।১৪বছরের উপর ছাত্রছাত্রীদের কম্পিউটার ট্রেনিং করাই, ওরাও খুব মন দিয়ে ক্লাস করে।
সোমা হাজরা
আমি সোমা হাজরা আমার ছেলে এখানে ছাত্র হিসাবে আছে। আমি অন্যান্য ছাত্র ছাত্রীদের অভিভাবক দের সঙ্গে কথাবার্তা বলতাম সেটা দেখে মেডামের ভালো লাগে এবং আমাকে স্কুলের সাথে যুক্ত হতে বলে। আমি বিভিন্ন ট্রেনিং গুলো করে এখানে স্বাধীনভাবে সকলের সাথে কাজ করছি।
বনানী চৌধুরী
আমি এখানে তিন বছর ধরে শিক্ষকতার কাজ করে চলেছি। এখানে ১৪ বছরের নিচের বাচ্চাদের নিয়ে তাদের self help এর ওপর জোর দিয়ে থাকি। আমি এটাই করি এবং বিশ্বাস করি যে এটার ওপর যদি জোর না দিই তাহলে বড়ো হলে এরা নানারকম অসুবিধার মধ্যে পড়বে। একটা ছোট্ট বাচ্চা যখন এই কাজ গুলো আওত্তো করে ফেলে তখন আমি খুব আনন্দ পাই।
রুপা ঘোষ
এখানে আমি ২বছর ধরে শিক্ষকতা করে আসছি। আমি ১৪ বছরের নিচের বাচ্চাদের নিয়ে কাজ করছি। এই বাচ্চারা যখন নিজের কাজ ছোট ছোট করে আওত্তো করে নিতে পারে তখন আমি নিজেকে খুব গর্বিত বোধ করি।
ইন্দ্রানী হাওলাদর
আমি এখানে আর্ট-এন্ড-ক্র্যাফট এর শিক্ষিকা হিসাবে ২ বছর স্বাধীনভাবে কাজ করছি। মূলত এই স্কুলটি তে আর্টওলজি এর ওপর এ কাজ করা হয়। এই সব বাচ্চাদের আমি শিল্পাচর্চার মধ্যে রেখেছি। এখানকার ম্যাডাম ( শিপ্রা বেরা ) এবং স্যার ( ইন্দ্রজিৎ বেরা ) এর ঐকান্তিক চেষ্টায় আজ আমাদের বাচ্চারা গহনা, সেলাই, ফেব্রিক, ল্যাম্প শেড, অকেশনাল আইটেম তৈরি করতে সক্ষম হচ্ছে।
প্রিয়াঙ্কা ব্রহ্ম ধর
আমি প্রিয়াঙ্কা এই স্কুলে ১ বছর ধরে নন ভার্বল ছাত্র ছাত্রী দের নিয়ে কাজ করছি। আমার খুব ভালো লাগে এখানে স্বাধীনভাবে কাজ করতে পেরে। যে সব বাচ্চাদের কোনো ব্যক্ত করার ভাষা নেই তাদের মন কে বুঝে নিয়ে কাজ করা এটাতে আমি খুব গর্ব বোধ করি।
বর্নালী হালদার
আমি এখানে ৬ মাস ধরে বাচ্চাদের ট্রেনিং দিয়ে আসছি। আমি কেরাটে টে ব্ল্যাক বেল্ট প্রাপ্ত। আমার কাছে এই বিদ্যালয় থেকে সেল্ফ ডিফেন্স এর ওপর ট্রেনিং দেওয়ার জন্য অফার আসে। এই ছাত্র ছাত্রী দের সেল্ফ ডিফেন্স এর ওপর ট্রেনিং আমাকে ধন্দের মধ্যে ফেলে। কিন্তু আজ এখানে এর ছাত্র ছাত্রী রা অনেকটা তৈরী সেল্ফ ডিফেন্স এর ওপর। এতে আমি খুব ই গর্বিত।
শেখ আমিরুল
আমি এই স্কুলে ই গাড়ি চালাই। আমি স্কুল এর বাচ্চাদের নিয়ে আসি এবং দিয়ে আসি। এর মাঝের সময়ে আমি ট্রেনিং নিয়ে এই বাচ্চাদের সাথে কাজ করে আমি খুব গর্বিত।
বর্নালী হালদার
আমি এখানে ৬ মাস ধরে বাচ্চাদের ট্রেনিং দিয়ে আসছি। আমি কেরাটে টে ব্ল্যাক বেল্ট প্রাপ্ত। আমার কাছে এই বিদ্যালয় থেকে সেল্ফ ডিফেন্স এর ওপর ট্রেনিং দেওয়ার জন্য অফার আসে। এই ছাত্র ছাত্রী দের সেল্ফ ডিফেন্স এর ওপর ট্রেনিং আমাকে ধন্দের মধ্যে ফেলে। কিন্তু আজ এখানে এর ছাত্র ছাত্রী রা অনেকটা তৈরী সেল্ফ ডিফেন্স এর ওপর। এতে আমি খুব ই গর্বিত।
Charukala Art -n- Edu Trust has tried to keep the window open . And our effort bears the fruit in the form of success by our students.

1) Subhayu Basak – Passed Madhyamik and studying Higher Secondary and Multi-Media Graphics andAnimation.
2) Debayan Bhowmick – Passed Madhyamik and studying Higher Secondary.
3) Aparna Paul – Passed Madhyamik and studying Higher Secondary.
4) Pratip Kumar Ghosh-Passed Madhyamik.
5) Tanmay Majumder-Passed Madhyamik.